উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের নিষিদ্ধ সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক চেয়ারম্যানকে আটক করেছে এপিবিএন সদস্যরা। আটক আরসা চেয়ারম্যান নুর মোহাম্মদ ‘সন্ত্রাসী গ্রুপ’ এর ফতোয়া কমিটির চেয়ারম্যান ছিলেন।
বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে উখিয়ার ৭নং রোহিঙ্গা ক্যাম্পের নৌকার মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত নুর মোহাম্মদ উখিয়ার কুতুপালং ৭নং ক্যাম্পের লাল মোহাম্মদের পুত্র বলে জানা গেছে। তবে আটক আসামির কাছ থেকে কোন কিছু উদ্ধার করা হয়নি।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাইমুল হক জানান,
রাতে গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে আরসা সন্ত্রাসী গ্রুপের ফতোয়া কমিটির চেয়ারম্যানকে আটক করা হয়। রাতে ক্যাম্প এলাকায় আরসার সাংগঠনিক কার্যক্রম চালাতেন নূর মোহাম্মদ। তিনি সব সময় ছদ্দবেশে চলতেন। সাংগঠনিক কার্যক্রম চালাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন তিনি।
উল্লেখ্য, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) রোহিঙ্গাদের মিয়ানমার সরকারের নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে কাজ করে।
২০১২ সালে সাম্প্রদায়িক সহিংসতার পর হারাকা আল-ইয়াকিন নামে যাত্রা শুরু করে বিদ্রোহী সংগঠনটি। পরে তারা আরসা নামে কাজ শুরু করে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |