সীমান্ত উপজেলা টেকনাফের আলোচিত নুরুল হক ভুট্টাে হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মে) দিনগত রাত ২ টায় টেকনাফ সদররের কেরুনতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো – সাইফুল ইসলাম (২০), শাকের (২২) ও রমজান আলী (২৮)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, বৃহস্পতিবার দিনগত রাত দুইটার দিকে টেকনাফ সদর ইউপির কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে নুরুল হক ভুট্টাে হত্যা হামলায় তিন আসামিকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশের সদস্যরা। আটকদের মধ্যে সাইফুল ইসলাম এজাহারভুক্ত আসামি হলেও বাকি দু’জনকে সম্পৃক্ততার অভিযোগে আটক করা হয়েছে।
টেকনাফ মডেল থানা ওসি বলেন, আটককৃতদের কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করা হয়েছে।
এই ধরণের আরো সংবাদ পড়ুন...