টেকনাফে নাফনদী সাঁতরে মাদক পাচারের সময় ১ কেজি ৬০ গ্রাম আইস ও ১০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। আটক যুবক ২৫ নং রোহিঙ্গা শিবিরের বি-ব্লকের কালু মিয়ার পুত্র মোঃ সাকের আলী (২২)।
রবিবার দিনগত রাতে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপির বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করেন।
আজ সোমবার সকালে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে মাদকের চালান আসার খবরে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপি’র বিশেষ টহলদল জাদিমুড়া ওমরখাল সংলগ্ন কেওড়া বনে কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর এক চোরাকারবারি সাঁতরে নাফনদীর শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এসময় পালানোর চেষ্টাকালে বিজিবি সদস্যরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে বাঁধা গামছা থেকে ৫ কোটি ৬০ লক্ষ টাকা মূল্যমানের ১ কেজি ৬০ গ্রাম আইস ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ-২ বিজিবি অধিনায়ক বলেন, এই ব্যাপারে পৃথক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ ধৃত রোহিঙ্গা মাদক পাচারকারিকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |