সীমান্ত উপজেলা টেকনাফের দুই জমজ ভাই আশরাফ-উল ইসলাম ও তৌহিদ-উল ইসলাম সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে অনন্য কীর্তি গড়লেন। এ নিয়ে টানা জেএসসি, এসএসসি ও এইচএসসি-তে সকল বিষয়ে জিপিএ-৫ অর্জন করেছে তারা। দুজনই ঢাকা বোর্ডের অধীনে ঢাকা সিটি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছে। ফল প্রকাশের পর রবিবার দুপুরে রূপান্তর নিউজকে বিষয়টি নিশ্চিত করেন দুই জমজ ভাইয়ের পিতা। আশরাফ ও তৌহিদ উপজেলার সদর ইউপির নতুন পল্লান পাড়ার বাসিন্দা ও লম্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার শহিদুল ইসলাম ও জাহান আরা ইসলাম দম্পতির পুত্র।
এই কৃতিত্বপূর্ণ অর্জনের অনুভূতি জানতে চাইলে দুজন একসঙ্গেই বলেন, ‘আমরা অনেক খুশি। একই কলেজ থেকে একই সময়ে গোল্ডেন জিপিএ নিয়ে বের হয়েছি, এটা অনেক মজার একটা বিষয়।’ মহান আল্লাহ, পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন দুজন।
লম্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও যময দুই ভাইয়ের পিতা মাষ্টার শহিদুল ইসলাম বলেন, আমার দুই ছেলে নিজেরাই লেখাপড়ার বিষয়ে খুব আগ্রহী ছিল। কখনোই তাদের দু’জনকে পড়তে বসার জন্য বলতে হয়নি। ওদের আগ্রহের জন্য আমাদের প্রত্যাশা ছিল ওরা ভালো রেজাল্ট করবে। তারা তাই করেছে। খুব ভালো লাগার বিষয় হলো, ওরা একভাই আরেক ভাইকে খুবই ‘ইনসপায়ার’ করে। তবে ওদের ভেতরে লেখাপড়া ছাড়া অন্য কোনো বিষয়ে কখনো প্রতিযোগিতা দেখিনি। বড় হয়ে দুজনই ডাক্তার হতে চান।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |