কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব এম ফজলুল করিমের অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৪শে জানুয়ারি (সোমবার) উখিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত দাশ এর সভাপতিত্বে ও উখিয়া কলেজের অধ্যাপক তহিদুল আলম তহিদের সঞ্চালনায় উখিয়া কলেজ প্রাঙ্গণে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উখিয়া কলেজ গভর্নিং বডির সভাপতি, মোঃ নিজাম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অত্র কলেজ গভর্নিং বডির সদস্য জাহাঙ্গীর কবির চৌধুরী।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য কবি আদিল উদ্দিন চৌধুরী, উখিয়া কলেজ গভর্নিং বডির সদস্য অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো, উখিয়া শিক্ষা একাডেমির সুপারভাইজার বদরুল আলম, উখিয়া টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়া, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক ফরিদুল আলম চৌধুরী, অধ্যাপক শাহআলম, অধ্যাপক সবুজ শাহরিয়ার, প্রভাষক আমানত উল্লাহ সাকিব, সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ আলী, সিনিয়র সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, উখিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি সাঈদুল আমিন টিপুসহ প্রমুখ।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |