৩০ ডিসেম্বর হ্নীলা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বিকাল ৩ টায় বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান কমিটির আহবায়ক তারেক মাহমুদ রনির সভাপতিত্বে ও নজির আহমদের সঞ্চালনয় ‘বঙ্গবন্ধু: জন্মশতবর্ষে কবিতাঞ্জলি’ কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির আজীবন সদস্য ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য এবং সাবেক উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি কবি আদিল চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শিক্ষক সমিতির সভাপতি ও আলহাজ্ব আল আছিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা চৌধুরী মুসা, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম খোকন, টেকনাফ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আব্দুস সালাম, মৌচনি কে জি স্কুলের অধ্যক্ষ ও হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগের ১নং সহসভাপতি মাস্টার খলিলুর রহমান,হ্নীলা মঈন উদ্দীন কলেজের প্রভাষক কায়সার রশিদ লালু, কবি আবুল হোছাইন হেলালি, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্বেতলাল চন্দ্র দাস, হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শুপ্লব পাল, হ্নীলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ শাহজাহান, কবি এরশাদুর রহমান, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সেলিম, আয়োজক কমিটির সদস্য ও হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন, যুবলীগ নেতা আমিনুল ইসলামসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ছাত্র ও সহিত্যপ্রেমীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ‘বঙ্গবন্ধু: জন্মশতবর্ষে কবিতাঞ্জলি’ কাব্যগ্রন্থের সম্পাদক কক্সবাজার সিটি কলেজের প্রভাষক এহ্সান উদ্দিন। এবং সম্পাদনা পর্ষদের সদস্য যাথাক্রমে লুৎফর রহমান সিকদার, ব্যাংকার জাহেদ হোছাইন পুলক ও মোহাম্মদ রফিক বক্তব্য রাখেন। এছাড়া প্রত্যেকে এমন একটি চমৎকার উদ্যোগের ভূয়সী প্রশংসা করে টেকনাফ উপজেলার সাহিত্য সংস্কৃতি কীভাবে উন্নত করা যায় সেবিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। শ্বেতলাল চন্দ্র দাস, নাছির উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, রঞ্জন, রনি ও বাবুর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মোড়ক উন্মোচন অনুষ্ঠান সমাপ্তি করা হয়।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |