শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন

কক্সবাজার সমুদ্রসৈকতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২ পর্যটক আহত

ডেস্ক রিপোর্ট
আপডেট শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ১২:০৮ অপরাহ্ন

কক্সবাজার সমুদ্রসৈকতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পর্যটক আহত হয়েছে। ওই সময় ছিনতাইকারীরা পর্যটকদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল লুট করেছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) রাত ৮ টায় সৈকতের সুগন্ধা পয়েন্টে ওই ঘটনা ঘটে।

জানা গেছে, যশোরের চৌগাছা এলাকা থেকে একদল পর্যটক কক্সবাজারে বেড়াতে আসেন।

শুক্রবার রাত ৮টার দিকে দুই পর্যটক সমুদ্র সৈকতে ঘুরে হোটেলে ফেরার পথে সুগন্ধা পয়েন্ট ও সীগাল হোটেলের মধ্যবর্তী স্থানে ঝাউবনের ভিতর ৪ জনের সশস্ত্র ছিনতাইকারী দল ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের গতিরোধ করে। পর্যটকরা গতিরোধের কারণ জানতে চাওয়া মাত্রই তাদেরকে ছুকিকাঘাত করে নগদ ৭ হাজার টাকা ও দুটি দামী মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়।

আহত পর্যটক মো. পারভেজ জানান, ঘটনাস্থল থেকে অল্প দুরে সৈকতে ট্যুরিস্ট পুলিশ সদস্য ও বীচ কর্মীরা থাকলে ছিনতাইয়ের সময় তারা এগিয়ে আসেনি।

আহতরা কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা শেষে অজ্ঞাতনামা ছিনতাইকারীদের বিরুদ্ধে ট্যুরিস্ট পুলিশের কাছে লিখিত এজাহার দায়ের করেছেন।

এব্যাপারে ট্যুরিস্ট পুলিশের ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মান্নানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছুরিকাহত মো. পারভেজ নামের এক পর্যটক শুক্রবার রাত ১০ টায় ছিনতাইয়ের বিষয়ে লিখিত একটি অভিযোগ দিয়েছেন। আমরা তা তদন্ত করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫