মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

হোয়াইক্যং মিনা বাজারে ফজরের নামাজ পড়তে বের হয়ে অপহরণের শিকার প্রবাসী, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি!

রূপান্তর ডেস্ক
আপডেট মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫, ৮:৫৫ পূর্বাহ্ন
Oplus_131072

টেকনাফে ফজরের নামাজ পড়তে গিয়ে দুর্বৃত্ত কর্তৃক অপহরণের শিকার হয়েছে শাকের আহমদ (৬০) নামে এক প্রবাসী। পরে পরিবারের কাছে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

সোমবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার হোয়াইক্যং ইউপির মিনা বাজার ঘোনা পাড়ায় এ ঘটনা ঘটে।

অপহৃত শাকের আহমদ গত ৩ বছর আগে মালয়েশিয়া থেকে প্রবাস জীবন শেষ করে স্বদেশে ফিরেন। তাঁর এক ছেলে মালয়েশিয়ায় নাগরিকত্ব পেয়ে সেখানে বসবাস করে আসছেন। কয়েকদিন পরে আরও এক ছেলে মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে। তিনি বৃদ্ধ বয়সে ধর্ম-কর্ম করে জীবন কাটিয়ে আসছিলেন।

চট্টগ্রাম মহসিন কলেজে অধ্যয়নরত ভিকটিমের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ জানান, তার পিতা নিখোঁজের পর হতে পরিবারের সকলে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে। সম্ভাব্য স্থানে খোঁজার পর না পেয়ে হতাশ হয়ে পড়লে বিকালে ১টি মুঠোফোন হতে কল করে আমার পিতাকে অপহরণ করা হয়েছে বলে জানানো হয় এবং ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। বৃদ্ধ পিতাকে উদ্ধারের জন্য আইন-প্রয়োগকারী সংস্থার দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

স্থানীয় সচেতন মহলের মতে, স্থানীয় এবং বহিরাগত কতিপয় স্বশস্ত্র দুর্বৃত্তরা এই ধরনের ঘটনা ঘটাতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫