শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

বাহারছড়ায় প্রতিবন্ধীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা মেম্বারপ্রার্থী

আজিজ উল্লাহ, বাহারছড়া
আপডেট শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১, ৯:৪৬ পূর্বাহ্ন

টেকনাফের বাহারছড়া উত্তর শিলখালীতে পরকীয়া প্রেমে জড়িয়ে অন্ধ প্রতিবন্ধীর ২ সন্তানের স্ত্রীকে নিয়ে লাপাত্তা আব্দুল আমিন নামে আরেক দু’সন্তানের জনক। আব্দুল আমিন উত্তর শিলখালী এলাকার নুরুল আলম প্রকাশ পাঠানের পুত্র। আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সে মেম্বারপ্রার্থী হিসেবে প্রচারণা চালিয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে এনজিও এর মিটিংয়ে যাওয়ার কথা বলে বের হয়ে আর বাড়ি ফিরেনি রুমানা।

সূত্রে জানা যায়, বাহারছড়া উত্তর শিলখালীর অন্ধ প্রতিবন্ধী কামাল উদ্দিনের স্ত্রী ও দুই সন্তানের জননী রুমানার সাথে একই এলাকার আরেক দুই সন্তানের জনক আব্দুল আমিনের মধ্যে দীর্ঘদিন ধরে অবৈধ পরকীয়া সম্পর্ক চলে আসছিল। কয়েক মাস পূর্বে, পরকীয়া প্রেমিকের সাথে গোপন অভিসারে গেলে প্রতিবন্ধী স্বামী  কামাল উদ্দিন বিষয়টি জানতে সক্ষম হয়। এরপর প্রতিবন্ধী কামাল উদ্দিন সুষ্ঠু সমাধানের লক্ষ্যে স্ত্রীর পরকিয়া প্রেমিক আব্দুল আমিনের বিরুদ্ধে স্থানীয় সর্দারের নিকট অবহিত করেন। পরবর্তীতে সালিশে অভিযুক্ত আব্দুল আমিনকে যোগাযোগ না করার মর্মে ক্ষমা করা হয়।

এদিকে দু’সন্তানের জননীকে নিয়ে লাপাত্তা আবদুল আমিনের পিতা নুরুল আলম জানান,” আমার পুত্র অন্যের ঘরের বউকে নিয়ে পালিয়েছে এটা নিশ্চিত। কিন্তু দুঃখের বিষয়, তার প্রথম স্ত্রীর ঘরেও দুই সন্তান রয়েছে। তাদের অপকর্মের বলিরপাঠা হিসেবে আজ দুটো সংসার ধ্বংস হয়ে যাবে”।

লাপাত্তা রুমানার অন্ধ প্রতিবন্ধী স্বামী কামাল জানান,” দুপুরের পরে এনজিও সংস্থার মিটিংয়ের কথা বলে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। খবর নিয়ে জেনেছি, সে তার পরকীয়া প্রেমিকের সাথে পালিয়েছে। কিন্তু দুগ্ধ বাচ্চাকে নিয়ে আমি বিপাকে পড়েছি। মায়ের বুকের দুধ না পেয়ে গতকাল দুপুর থেকে কান্না করেই যাচ্ছে। তাই আমি স্থানীয় প্রশাসনসহ সচেতন মহলের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫