টেকনাফের হোয়াইক্যং সীমান্ত এলাকায় শনিবার সকাল থেকে মিয়ানমারের অভ্যন্তরে ভারী গোলাগুলি ও মর্টার শেলের বিকট আওয়াজ শোনা যাচ্ছে। এরই মধ্যে
সীমান্তের এপারের লম্বাবিল ও উনচিপ্রাং এলাকায় কয়েকটি গুলিও এসে পড়েছে।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য সিরাজুল মোস্তফা লালু।
তিনি বলেন, শনিবার সকালে আমি হাঁটতে বের হই। এমন সময় মিয়ানমারের ওপারে ছোঁড়া গুলি আমার পাশে এসে পড়েছে। মনে হয়েছে গুলি যেন আমার মাথায় পড়ছে। এনিয়ে সীমান্তের বাসিন্দারা খুবই আতঙ্কে রয়েছে।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী জানান, ” শনিবার ভোরে হোয়াইক্যং ইউপির লম্বাবিল, উনচিপ্রাং, কানজর পাড়া সীমান্তের ওপারে গুলি বর্ষণ, মর্টার শেল বিস্ফোরণের বিকট শব্দ শুনা গেছে। যতদূর জানা গেছে, সীমান্তের ওপারে মিয়ানমারের কুমিরখালী এলাকায় সংঘর্ষে গুলি বর্ষণ ও মর্টার শেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে সীমান্তের এপারে স্থানীয় আব্দুল আলিমের বাড়ির টিনের চাল ফুটো হয়ে দু’টি গুলি বারান্দার মেঝেতে এসে লাগে।”
উল্লেখ্য, শুক্রবার সারাদিন এবং রাতে পরিস্থিতি শান্ত থাকলেও শনিবার ভোর থেকে টেকনাফ সীমান্তসংলগ্ন মিয়ানমারের ওপার থেকে গুলি আর মর্টার শেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে সকাল ৯টার পর থেকে গোলাগুলির শব্দ আসেনি বলে জানান স্থানীয়রা।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |