হ্নীলা পূর্ব সিকদার পাড়া ঐক্য পরিষদের উদ্যোগে আন্তঃ উপজেলা হ্নীলা চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
৬ ডিসেম্বর (শনিবার) বিকেলে হ্নীলা উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের শুরু হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক এহছানুল হক মিলনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহেদুল ইসলামের সঞ্চালনায় ওই উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মাদ আলী। এতে উদ্ভোধক হিসেবে উপস্থিত মুফিজুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, আলী আহমদ মেম্বার, আবছার কামাল নোবেল, অধ্যপক জহির আহমদ, ফরহাদুজ্জামান, জামাল সাদেক, আবুল হোসেন হেলালী, জসিম উদ্দিন রনি, তারেক রহমান রাসেল, মো. রফিকুল ইসলাম, এড. রশিদুল আলম চৌধুরীসহ প্রমুখ।
এতে বক্তারা দীর্ঘদিন পর হ্নীলা উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করায় উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
| সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
| নাম | সময় |
| ফজর | ৪:১৫ |
| যোহর | ১২:১০ |
| আছর | ৪:৫০ |
| মাগরিব | ৬:৪৫ |
| এশা | ৮:১৫ |