সীমান্ত উপজেলা টেকনাফে ইয়াবাসহ আব্দুল শুক্কুর (৩২) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক পাচারকারী টেকনাফের হ্নীলা ইউপির পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত আলী মিয়ার ছেলে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার হ্নীলা ইউপির জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই পাচারকারীকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জানায়, ইয়াবা পাচারের খবরে ডিএনসি সদস্যরা টেকনাফের হ্নীলায় অভিযান চালায়। ওই সময় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক পাচারকারীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
| সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
| নাম | সময় |
| ফজর | ৪:১৫ |
| যোহর | ১২:১০ |
| আছর | ৪:৫০ |
| মাগরিব | ৬:৪৫ |
| এশা | ৮:১৫ |