টেকনাফ পৌর এলাকায় ‘ডগ চেরী’ সহায়তায় মালিকবিহীন ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড নাইট্যংপাড়া সংলগ্ন বরফ কল এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, টেকনাফ পৌরসভার নাট্যংপাড়া সংলগ্ন বরফ কল এলাকায় ২/৩ জন অজ্ঞাত পাচারকারী স্থানীয় মাদক ব্যবসায়ীর কাছে ইয়াবা হস্তান্তর করবে এমন তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল ওই স্থানে অভিযান পরিচালনা করে। ওই সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত মাদক কারবারিরা ইয়াবা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে, প্রশিক্ষিত K-9 মাদক অনুসন্ধানী ডগ চেরীসহ সন্দেহজনক বসতভিটায় ও ঝোপঝাড়ে দীর্ঘ সময় তল্লাশি করে ছোট-ছোট প্যাকেটে ফেলে যাওয়া সর্বমোট ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।
| সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
| নাম | সময় |
| ফজর | ৪:১৫ |
| যোহর | ১২:১০ |
| আছর | ৪:৫০ |
| মাগরিব | ৬:৪৫ |
| এশা | ৮:১৫ |