রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

টেকনাফের বাহারছড়ায় অপহৃত ৬ শিশু, পরে পালিয়ে এলো দুই শিশু

অনলাইন ডেস্ক
আপডেট সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৭:০১ অপরাহ্ন

টেকনাফের বাহারছড়ায় খেলার সময় ছয় শিশুকে অপহরণ করেছে অস্ত্রধারি দূর্বৃত্তরা; পরে দূর্বৃত্তদের কবল থেকে দুইজন পালিয়ে এলেও চারজন এখনো জিন্মি রয়েছে।

রবিবার সন্ধ্যা ৬ টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান, স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ আহমদ।
অপহৃত শিশুরা হল- একই এলাকার অছিউর রহমানের ছেলে মো. মামুন (১৭), আবুল কাশেমের ছেলে আনোয়ার হোসেন (১৪), মো. ইসলামের ছেলে গিয়াস উদ্দিন (১৫) ও মো. হাসানের ছেলে আবু বক্কর ছিদ্দিক (১৩)।
ঘটনায় পালিয়ে আসা দুই শিশু হল- একই এলাকার মো. আব্দুল্লাহর ছেলে ইসমাইল (১৭) ও আয়ুব আলীর ছেলে মো. শাহীন (১৩)।

স্থানীয়দের বরাতে স্থানীয় ইউপি সদস্য হাফেজ আহমদ বলেন, সন্ধ্যায় বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী পূর্ব পাড়ায় কয়েকজন শিশু মিলে খেলাধুলা করছিল। এক পর্যায়ে পাহাড় থেকে নেমে আসা দূর্বৃত্তদের একটি দল অস্ত্রের মুখে তাদের জিন্মি করে। এসময় ৬ শিশুকে জিন্মি করে গহীন পাহাড়ী এলাকায় নিয়ে যায়। পরে দূর্বৃত্তদের কবল থেকে ২ জন কৌশলে পালিয়ে আসতে সক্ষম হলেও অন্যরা এখনো জিন্মি রয়েছে।
স্থানীয় এ ইউপি সদস্য বলেন, ঘটনাটি শোনার পরপরই পুলিশকে অবহিত করা হয়েছে। তিনি সহ স্থানীয়রা মিলে অপহৃত শিশুদের উদ্ধারে পাহাড়ে সন্ধান তৎপরতা অব্যাহত রেখেছেন।
তবে কি কারণে এসব শিশুদের অপহরণ করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রতিবারের মতো মুক্তিপণ আদায়ে এই অপহরণের ঘটনা হয়েছে ধারণা হাফেজ আহমদের।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, খবরটি শোনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন ধরণের অভিযোগ পুলিশকে দেয়নি।
তারপরও ঘটনার ব্যাপারে পুলিশ তথ্য সংগ্রহ করার পাশাপাশি অপহৃতদের পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, গত ১ বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৬০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। আর ভোক্তভোগিদের দাবি তাদের অধিকাংশই মুক্তিপণের বিনিময়ে ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫