কক্সবাজারের টেকনাফে দুর্যোগকালীন সেবা ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনায় হিজড়া ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর কার্যকর অন্তর্ভুক্তি বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ সভাকক্ষে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু)-র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাসিনা উদ্দিন, উপজেলা প্রকৌশলী রবিউল হোছাইন, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সহ হিজড়া সম্প্রদায়ের সদস্যরা এ সভায় উপস্থিত ছিলেন।
এ সভায় দুর্যোগ ব্যবস্থাপনায় প্রান্তিক জনগোষ্ঠীর ঝুঁকি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা বলেন, দুর্যোগের সময় হিজড়া ও অন্যান্য পিছিয়ে থাকা জনগোষ্ঠী প্রায়ই আশ্রয়কেন্দ্রে বৈষম্য ও বঞ্চনার শিকার হন। তাই তাদের সুরক্ষা, অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন, স্থানীয় প্রতিনিধি ও উন্নয়ন সংগঠনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আয়োজক প্রতিষ্ঠান বন্ধু প্রতিনিধিরা বলেন, দুর্যোগ প্রস্তুতি ও সুরক্ষা কার্যক্রমে প্রান্তিক জনগোষ্ঠীকে যুক্ত করা হলে সামগ্রিক দুর্যোগ মোকাবিলা আরও কার্যকর হবে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হলে সবার আগে মানবিক হওয়া জরুরি। সমাজের সবাইকে সঙ্গে নিয়ে চললে তাদের সেবা, অধিকার ও নিরাপত্তা কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও জানান যে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনায় হিজড়া জনগোষ্ঠীকে গুরুত্ব দেওয়া হবে এবং সাইক্লোন প্রস্তুতি কার্যক্রমে তাদের স্বেচ্ছাসেবক হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে জরুরি সতর্কবার্তা পৌঁছানো, আশ্রয়কেন্দ্রে যাওয়া এবং ত্রাণ সেবা গ্রহণে তারা আরও সক্ষম হবেন।
| সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
| নাম | সময় |
| ফজর | ৪:১৫ |
| যোহর | ১২:১০ |
| আছর | ৪:৫০ |
| মাগরিব | ৬:৪৫ |
| এশা | ৮:১৫ |