অবশেষে আলোচিত ইউনুস সিকদার হত্যার ঘটনায় ৭৯৯/২৫ জি. আর মূলে মামলা দায়ের করেছেন পরিবার। এতে বাংলাদেশ ৩৬৫/
৩৮৫/৩০২/২০১/৩৭৯/৫০৬(২)/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে ইউনুস সিকদারের স্ত্রী কোহিনুর আক্তার বাদী হয়ে এ হত্যা মামলাটি দায়ের করেন।
এতে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফের সাধারণ সম্পাদক ও হ্নীলা রঙ্গীখালির ছৈয়দুর রহমান ওরফে ছদুরান মেম্বারের ছেলে মো. আলম ওরফে শফিয়াকে প্রধান আসামি উল্লেখপূর্বক এজাহার নামীয় ৮ জন এবং আরও ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর মামলাটি নথিভূক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে গেল মঙ্গলবার রাতে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক মো. আলম ওরফে শফিয়ার বাড়িতে দাওয়াতে গিয়ে নির্মমভাবে খুনের শিকার হয় ইউনুস সিকদার মেম্বার। বুধবার সকাল সাড়ে ৮টায় হ্নীলা ইউপির রঙ্গিখালী রাস্তা সংলগ্ন ব্রিজের নীচে পানিতে অর্ধ-ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পরে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। আজ বৃহস্পতিবার স্মরণকালের সর্বাধিক মানুষের অংশগ্রহণে শেষ বিদায় জানানো হয় ইউনুস সিকদার মেম্বারকে। এরপর টেকনাফ পৌরসভার কুলাল পাড়া গোরস্থানে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
| সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
| নাম | সময় |
| ফজর | ৪:১৫ |
| যোহর | ১২:১০ |
| আছর | ৪:৫০ |
| মাগরিব | ৬:৪৫ |
| এশা | ৮:১৫ |