বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

কক্সবাজার-৪ আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে সড়কে আগুন ও কলাগাছ রোপন সমর্থকদের

অনলাইন ডেস্ক
আপডেট মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৭:৩৯ অপরাহ্ন

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছিলেন জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ। কিন্তু ঘোষিত প্রার্থী তালিকায় নাম না থাকায় বিক্ষোভে ফেটে পড়েছেন তার সমর্থকরা। তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের পাশাপাশি প্রতিবাদের অনন্য রূপ হিসেবে সড়কের পাশে কলাগাছ রোপণ করেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা থেকে সকাল ৮টা পর্যন্ত টেকনাফ পৌর এলাকার পুরাতন বাজার, হোয়াইক্যং মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এ সময় ‘ত্যাগী নেতার ন্যায্য প্রাপ্যতা চাই’ এমন স্লোগান দিতে দেখা যায় আবদুল্লাহর সমর্থকদের। বিক্ষোভকারীরা জানান, মোহাম্মদ আবদুল্লাহ বিএনপি পরিবারের একজন পরীক্ষিত, ত্যাগী ও জনপ্রিয় নেতা। উখিয়া-টেকনাফ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন ও সাধারণ কর্মীরা তার নেতৃত্বে একতাবদ্ধ ছিলেন। তাই স্থানীয়ভাবে আশা করা হচ্ছিল, তিনিই হবেন আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী।

কিন্তু তাকে বাদ দিয়ে প্রবীণ নেতা ও সাবেক হুইপ, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে পুনরায় মনোনয়ন দেওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে তৃণমূল পর্যায়ে। তবে বিক্ষোভের সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্থানীয়রা।

ঘটনার পর বিএনপি নেতা আবদুল্লাহর ছোট ভাই ও টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি লেখেন, ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত।
সবাইকে ধৈর্য ধরে দলের প্রতি সম্মান বজায় রাখতে হবে।’
অন্যদিকে মনোনয়ন পাওয়ার খবরে উখিয়া ও টেকনাফে শাহজাহান চৌধুরীর সমর্থকরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোমবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ২৩৭টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। তালিকায় কক্সবাজার-৪ আসনে মোহাম্মদ আবদুল্লাহর নাম না থাকায় তার সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫