উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেপটখালী-মাদার বনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
সোমবার (০৩ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক এস্তাফিজ সিকদারের নেতৃত্বে এবং সহকারী শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আবুল বশর, জালিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন ও আনোয়ারুল ইসলাম, ৮নং ওয়ার্ডের মেম্বার জাহেদুল ইসলাম, ৯নং ওয়ার্ডের মেম্বার মো. মোসা, কক্সবাজার জেলা বিএনপির সদস্য রফিকুল হুদা, ইউনিয়ন প্রচার সম্পাদক মনির সিরাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গত ৩০ অক্টোবর বিকেলে বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাইফুল হাসান জিসান (১৬) ও মো. ইব্রাহীম (১৬) ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ জানালে স্থানীয় একদল বখাটে তাদের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয় জিসান। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এ হামলায় নেতৃত্ব দেয় বখাটে জসিম উদ্দিন (২৫), পিতা আব্দুর রহিম; আক্তার কামাল (২২), পিতা ফরিদ; আমান উল্লাহ (২৭), পিতা আব্দুর রহিম; ও আতাউল্লাহ (২৩), পিতা ছব্বির আহমদ।
মানববন্ধনে অংশ নেয় পাশ্ববর্তী চারটি শিক্ষা প্রতিষ্ঠানের দুই থেকে তিন হাজার শিক্ষার্থী। তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
বক্তারা বলেন, “বিদ্যালয় ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন। ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে, সে বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।”
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দূর্জয় সরকার জানান, “অভিযুক্তদের দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।” মানববন্ধনে উপস্থিত বক্তারা আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখার জন্য ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জকে ধন্যবাদ জানান।
| সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ | 
| নাম | সময় | 
| ফজর | ৪:১৫ | 
| যোহর | ১২:১০ | 
| আছর | ৪:৫০ | 
| মাগরিব | ৬:৪৫ | 
| এশা | ৮:১৫ |