টেকনাফের হোয়াইক্যং চেকপোস্ট থেকে ৫২ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
এসময় পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২৮ অক্টোবর রাতে উনচিপ্রাং থেকে পালংখালীগামী একটি মোটরসাইকেল হোয়াইক্যং বিওপি’র চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশীর জন্য থামায়। বিজিবি টহল দল কর্তৃক বালুখালীর আঞ্জুমান পাড়ার সামশুল আলমের ছেলে মো. শামীমুল ইসলাম (২০) ও বালুখালীর ননবানিয়া এলাকার জাহেদ আলমের ছেলে মোহাম্মদ শাকিল (১৯) কে তল্লাশি করে। তল্লাশির এক পর্যায়ে মোটরসাইকেলের পিছনে থাকা আরোহী মোহাম্মদ শাকিল (১৯) এর পরিহিত প্যান্টের বাম পকেটে টিস্যু দিয়ে মোড়ানো নীল রঙ্গের বায়ুরোধী প্যাকেটে ৫২ (বায়ান্ন) পিস ইয়াবা উদ্ধার করে।
উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
| সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
| নাম | সময় |
| ফজর | ৪:১৫ |
| যোহর | ১২:১০ |
| আছর | ৪:৫০ |
| মাগরিব | ৬:৪৫ |
| এশা | ৮:১৫ |