টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পল্লী চিকিৎসক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল আজিম সোহেল এবং সাধারণ সম্পাদক হয়েছেন ওসমান সরওয়ার।
২৭ অক্টোবর রাত ৮টায় হ্নীলা পল্লী চিকিৎসক সমিতির অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক ছিদ্দিক আহমদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব জাফরুল ইসলাম।
সভায় দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক সাইফুদ্দিন খালেদ, হরি শংকর, নুর মোহাম্মদ নুরু, নুরুল আজিম সোহেল, আবুল কাশেম, ফিরোজ আহমদ, জালাল উদ্দিন, ওসমান সরওয়ার, নুর জাহান, উত্তম ধর, আজিজুর রহমান, কামাল হোছাইন, রহিম উদ্দিন, সাইফুল ইসলাম, রুখসানা, মুন্না শর্মা ও রবিউল আমিন প্রমুখ।
বক্তারা সংগঠনের কার্যক্রম, সদস্যদের কল্যাণ, সাধারণ মানুষের চিকিৎসা সেবা এবং চিকিৎসকদের দায়িত্ব ও আন্তরিকতা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
পরে উপস্থিত সদস্যদের ভোটের মাধ্যমে ২০২৬- ২০২৭ সালের জন্য সমিতির নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি নুরুল আজিম সোহেল, সাধারণ সম্পাদক ওসমান সরওয়ার, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, অর্থ সম্পাদক কামাল হোছাইন
নির্বাচিত নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে পল্লী চিকিৎসক সহ বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন।
| সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
| নাম | সময় |
| ফজর | ৪:১৫ |
| যোহর | ১২:১০ |
| আছর | ৪:৫০ |
| মাগরিব | ৬:৪৫ |
| এশা | ৮:১৫ |