সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
Logo কুতুবদিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন, আটক ১ Logo জিন্মিশালা থেকে আবারও উদ্ধার ১৯, পাচার চক্রের ৪ সদস্য আটক Logo বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কিশোর, ১৭ ঘণ্টা পর মরদেহ উদ্ধার Logo কক্সবাজার বিমানবন্দর : আন্তর্জাতিক ঘোষণা স্থগিত, হতাশ পর্যটন ব্যবসায়ীরা Logo পর্যটন মৌসুম শুরুর আগেই অনিশ্চয়তার মেঘ সেন্টমার্টিনে Logo রোহিঙ্গা ক্যাম্পে ১ লাখ ১২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক Logo উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘শহীদ’ টেকনাফের দুই সহোদরের শাহাদাতবার্ষিকী পালন Logo পাচারের উদ্দেশ্য পাহাড়ে জিম্মি করে রাখা ৪৪ জনকে উদ্ধার Logo বিজিবি’র ‘ডগ মেঘলার’ সহায়তায় চোলাই মদসহ আটক ২

জিন্মিশালা থেকে আবারও উদ্ধার ১৯, পাচার চক্রের ৪ সদস্য আটক

অনলাইন ডেস্ক
আপডেট সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফের পাহাড় ও বাড়িতে জিম্মিশালা থেকে পৃথক অভিযান চালিয়ে ১৯ জনকে উদ্ধার করেছে বিজিবি, কোস্টগার্ড ও নৌ বাহিনী।

এর মধ্যে বিজিবির দুইটি অভিযানে উদ্ধার হয়েছে ১৪ জন আর আটক হয়েছে ৩ জন। অপর এক অভিযানে কোস্টগার্ড ও নৌ বাহিনী ৫ জনকে উদ্ধার করে এবং ১ জনকে আটক করেছে।
শনিবার দিনগত রাতে এসব অভিযান চালানোর তথ্য নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফস্থ ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এবং কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর।
এর মধ্যে বিজিবির অভিযানে আটক ৩ জন হলেন, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকার আমির হোসেনের মো. আবু তাহের (৬৯), আবু তাহেরের স্ত্রী দিলদার বেগম (৩৮), টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াাড়ার আলী হোসেনের ছেলে মোহাম্মদ শফি (৩২)।

এ অভিযানে ৭ পাচারকারি পালিয়ে যাওয়ার তথ্য জানিয়েছেন বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, নিজস্ব গোয়েন্দা সূত্রে তথ্য পাওয়া যায় মানবপাচারের সংগঠিত চক্র টেকনাফের নোয়াখালী পাড়ার আবু তাহেরের বাড়িতে ও দক্ষিণ লম্বরী এলাকার মোহাম্মদ শফির বাড়িতে বেশ কয়েকজন জিম্মিকে সমুদ্রপথে বাংলাদেশ থেকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে একত্রিত করে রেখেছে। সংবাদের প্রেক্ষিতে শনিবার দিনগত রাত সাড়ে ৯ টার দিকে আবু তাহেরের বাড়িটি ঘেরাও করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং মানবপাচার চক্রের সক্রিয় ২ জনকে আটক করা হয়। একই রাতে দেড় টার দিকে দক্ষিণ লম্বরী এলাকার মোহাম্মদ শফির বাড়িতে অপর আরেকটি অভিযান পরিচালনা করে পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা ৬ জনকে এবং মূল অভিযুক্ত মোহাম্মদ শফিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
এ ঘটনায় বিজিবির পক্ষে নিয়মিত মামলা হয়েছে বলে জানান তিনি।
অপরদিকে টেকনাফের হাবিরছড়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে। এসময় ১ জন মানব পাচারকারীকে আটক করা হয়।
রবিবার দুপুর ২ টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর।
আটক পাচারকারী টেকনাফ সদর হাবিবছড়া এলাকার আব্দুস সালামের ছেলে মোহাম্মদ হাসান (৫৫)।
লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় সাগর পথে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে নারী ও শিশুসহ একদল মানুষকে টেকনাফের হাবিরছড়া এলাকার গহীন পাহাড়ে বন্দি করে রাখা হয়েছে। শনিবার দিনগত রাত ২টার দিকে কোস্ট গার্ড ও নৌবাহিনীর একটি বিশেষ দল যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে ৪ জন নারী ও ১ জন শিশুসহ মোট ৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং একজন মানব পাচারকারীকে আটক করা হয়।
তিনি বলেন, উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া পাচারের ফাঁদে ফেলে। পাচারের আগে তাদের পাহাড়ি এলাকায় বন্দি করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের চেষ্টা চালানো হতো।
উদ্ধার ব্যক্তিদের ও আটক মানব পাচারকারীর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।
টেকনাফ কেন্দ্রিক মানবপাচার ঠেকাতে একের পর এক ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছে বিজিবি, কোস্টগার্ড, র‌্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে গত ১ মাসে ৪০৮ জন ভূক্তভোগীকে উদ্ধার এবং ৫১ জন পাচারকারীকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫