বাবার সঙ্গে বড়শি দিয়ে রেজুখালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় ১৪ বছরের ফরহাদ। নিখোঁজের ১৭ ঘণ্টা পর রোববার (২৬ অক্টোবর) সকালে কক্সবাজারের উখিয়ার রেজুখাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফরহাদ (১৪) উখিয়ার সোনারপাড়া এলাকার আব্দুল হালিমের ছেলে এবং সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, শনিবার বিকেল ৩টার দিকে বাবা আব্দুল হালিমের সঙ্গে শখের বসে বড়শি দিয়ে মাছ ধরতে যায় ফরহাদ। এ সময় হঠাৎ নৌকা থেকে পড়ে যায় সে। মুহূর্তেই খালের স্রোতে ভেসে যায় কিশোরটি।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে খোঁজ শুরু করলেও তাকে পাওয়া যায়নি। পরে উখিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ তল্লাশির পরও সন্ধান না মেলায় রাতে অভিযান স্থগিত করা হয়।
ডলার ত্রিপুরা আরও জানান, রোববার সকালে উদ্ধার অভিযান পুনরায় শুরু করার আগে স্থানীয়রা খালে ফরহাদের মরদেহ ভেসে থাকতে দেখেন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
| সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
| নাম | সময় |
| ফজর | ৪:১৫ |
| যোহর | ১২:১০ |
| আছর | ৪:৫০ |
| মাগরিব | ৬:৪৫ |
| এশা | ৮:১৫ |