বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবির এক সদস্য গুরুতর আহত হয়েছেন।
১২ অক্টোবর দুপুর ১২টা ২৫ মিনিটে উপজেলার ৪১ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে ৩৪ বিজিবি’র রেজু আমতলী বিওপি’র নায়েক আকতার হোসেন গুরুতরভাবে আহত হন। এতে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাম পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রামু সেনানিবাসের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, রেজু আমতলী বিওপি’র আওতাধীন বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির প্রস্তাবিত অস্থায়ী চৌকিতে টহলরত অবস্থায় তিনি মাইন বিস্ফোরণের শিকার হন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |