কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলায় ৪ বছরের শিশু আফসি মনিকে এক জোড়া কানের দুলের জন্য ২৪ ঘন্টা বাড়িতে অবরুদ্ধ রেখে অমানুষিক নির্যাতনের মৃত্যু নিশ্চিত করে পুকুরের পানিতে ফেলে দেয় ঘাতকরা। গত ৪ অক্টোবর হ্নীলা পূর্বপানখালীস্থ জৈনক সৌদি প্রবাসী ফরিদের বাড়ীতে শিশু আফসি কে অপহরণ পূর্বক ২৪ ঘন্টা অবরুদ্ধ রেখে নৃশংস ভাবে হত্যাকরেছে ঘাতকরা।
এব্যাপারে ১১ অক্টোবর বিকালে হ্নীলা বাসস্টেশন চত্বরে সায়েম সিকদারের পরিচালনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই ঘটনায় ফরিদের স্ত্রী জাবেদা খাতুন,তার ছেলে ফয়েজ,আব্দুল আজিজ,মুহাম্মদ ইয়াকুব,উমর,সায়েমও আরফাত জড়িত ছিল। পুলিশ তাদের কে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেছেন আফসির মত আর কোন মায়ের বুক যাতে খালি না হয় এব্যাপারে আইনের ফাঁক ফোকর দিয়ে বয়সের গড়মিল দেখিয়ে অপরাধীরা যাতে পার পেতে নাপারে সেই দিকে খেয়াল রেখে প্রশাসন কে ঐ মামলায় আইন প্রয়োগ করার জন্য জোর দাবী জানান।
এছাড়া ও বক্তারা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুছ ও আইন মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত সংশ্লিষ্ঠ সবাই কে ১৮ বছর বয়সের নিচের অপরাধীদের সংঘটিত অপরাধের ধারাটি সংশোধন করে অপরাধীই অপরাধী আইন সবার জন্য সমান প্রয়োগ করে সকল অপরাধী কে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জোরদাবী জানিয়েছেন। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক মেম্বার আলী আহদ,বিএনপি নেতা আবছার কামাল নোবেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাহাদুর শাহ তপু,এ্যাড: রশিদুল আলম চৌধুরী, বাজার ইজারাদার ও ব্যবসায়ীকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবুবকর আল মাসুদ,ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্বাস আলী,আলমগীর সালাম পুলক ও শহীদা আফসি মনির হতভাগা পিতা ইন্জিনিয়ার মামুনুর রশিদ প্রমূখ।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |