টেকনাফে বসতবাড়ির আঙ্গিনা থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শুক্রবার (১০ অক্টোবর) টেকনাফের সদরের মৌলভীপাড়া এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
নৌবাহিনী জানায়, অস্ত্র ও গোলাবারুদ রাখার খবর পেয়ে মৌলভীপাড়া এলাকার কুখ্যাত সন্ত্রাসী আব্দুল খালেকের বাড়িতে তল্লাশী করা হয়। ওই সময় তার বাড়ির আঙ্গিনায় মাটির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্রগুলো হলো- একটি ৭.৬২ মিমি বিদেশি পিস্তল, এক রাউন্ড তাজা পিস্তল বল, একটি দেশীয় শটগান, পাঁচ রাউন্ড শটগান তাজা কার্তুজ, নয়টি দেশীয় অস্ত্র।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |