টেকনাফে দেশি-বিদেশী মদসহ তিন কারবারিকে আটক করেছে র্যাপিড একশান ব্যাটালিয়ন (র্যাব-১৫)। এসময় ১৫ লিটার দেশীয় মদ, ১ লিটার নকল বিদেশি মদ ও বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটক কারবারিরা হলো- টেকনাফ সদরের উত্তর
লেঙ্গুর বিল এলাকার আব্দুল হাশিমের ছেলে রেজাউল করিম, ফরিদপুরের কোতোয়ালী উপজেলার আলীপুরের মুক্তি রানীর ছেলে বিপুল বিশ্বাস, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছার মো. মমিনুল ইসলামের ছেলে মো. আল আমিন (১৯)।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে টেকনাফ সদরের গোদার বিল এলাকার ইসমাইলের বাড়িতে অভিযান চালিয়ে এসব মদ ও সরঞ্জামাদি সহ ওই তিন কারবারিকে আটক করা হয় বলে নিশ্চিত করেন কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক আ. ম. ফারুক।
তিনি বলেন, শুক্রবার দুপুরে টেকনাফ সদরের পশ্চিম গোদারবিল এলাকায় কথিত কিছু মাদক কারবারি দেশীয় ও বিদেশী নকল মদ তৈরি করে বিক্রি করার তথ্য পেয়ে র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়। ওই সময় ইসমাইলের সেমিপাকা বাড়িতে অভিযান চালিয়ে ১৫ লিটার দেশীয় মদ, ১ লিটার প্রস্তুতকৃত নকল বিদেশি মদ, ৩৮টি খালি বিদেশি কাঁচের বোতল, ২৪ লিটার মিনারেল ওয়াটার, ৭০০ মি.লি. চিনির ক্যারামেল এবং মদ তৈরির অন্যান্য সরঞ্জামাদিসহ তিন কারবারিকে আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |