টেকনাফের হ্নীলায় বাসাভাড়ায় রোহিঙ্গা বিরোধী অভিযানে নারী-পুরুষ ও শিশুসহ ৩৭ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে র্যাব-১৫ সদস্যরা। এসময় আশ্রয়দাতা হিসেবে ভাড়া বাসার এক মালিক আটক করা হয়।
আটক আশ্রয়দাতা টেকনাফের হ্নীলা ইউপির পূর্ব পানখালির নুর আলমের স্ত্রী ইয়াছমিন আক্তার(৩৪)।
র্যাব জানায়, তালিকাভুক্ত রোহিঙ্গারা বেআইনিভাবে ক্যাম্প থেকে বাহিরে এসে উখিয়া-টেকনাফের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে অবস্থান করছে এবং প্রতিনিয়ত অপহরণ খুন-গুমসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। স্থানীয় বাড়ির মালিকগণও অতিরিক্ত লাভের আশায় তাদেরকে আশ্রয় ও বাসা ভাড়া দিয়ে থাকে। উক্ত সংবাদের প্রেক্ষিতে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল টেকনাফ পৌর এলাকায় গত ৬/১০/২৫ অভিযান পরিচালনা করে এবং এরই ধারাবাহিকতায় গত ০৭ অক্টোবর রাতে পুনরায় গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডস্থ পূর্ব পানখালী এলাকায় বিভিন্ন ভাড়া বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প হতে অবৈধ ভাবে ক্যাম্পের বাহিরে বসবাসকারী নারী, পুরুষ ও শিশুসহ ৩৭ জন রোহিঙ্গা শরনার্থী এবং রোহিঙ্গা শরনার্থীদের আশ্রয়দাতা এক জন নারীকে আটক করতে সক্ষম হয়।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |