বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন

চকরিয়ায় স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

অনলাইন ডেস্ক
আপডেট বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪২ অপরাহ্ন

চকরিয়া উপজেলার হারবাংয়ে স্বামীর মারধরে হোসনে আরা বেগম (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইউনিয়নের ৮নং ওয়াার্ড কাট্টলি এলাকায় বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসাকের কাছে নেয়ার পর ওই গৃহবধূ মারা যায়। তার ৮ মাস বয়সী এক শিশু সন্তান রয়েছে। এ ঘটনায় স্বামী এমরানকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এমরান ওই এলাকার ছৈয়দুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হোসনে আরা বেগমের স্বামী মো. এমরানের সঙ্গে মঙ্গলবার রাতে রান্না তরকারী নষ্ট করা নিয়ে কথা কাটাকাটি হয়। এনিয়ে তাদের মধ্যে হতাহাতির ঘটনা ঘটে। বুধবার বিকালে আহত স্ত্রী হোসনে আরা বেগমকে স্থানীয় আজিজনগর এলাকায় চিকিৎসকের কাছে নিয়ে গেলে ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, পিটিয়ে আহত করার পরদিন হোসনে আরা বেগম নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে শুনেছি। হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মফিজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। গৃহবধূর মাথায় দুপাশে ফুলা জখম রয়েছে বলে তিনি জানান। মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী এমরানকে ফাঁড়ি হেফাজতে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫