বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
সর্বশেষ
Logo বিকল ফিশিং বোটসহ ১৭ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড Logo উখিয়ার সাংবাদিক আমিন হত্যা: ১০ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা Logo ‘মাদকের টাকা না পেয়ে’ চাচার দা’য়ের কোপে প্রাণ গেল ৩ বছর বয়সী ভাতিজির Logo উখিয়ায় বিজিবির অভিযানে ৯২৫ ই’য়া’বা’সহ দুই কারবারী গ্রে’ফ’তা’র! Logo মাদক চোরাকারবারিরা মিয়ানমারে পালালেও ২ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ Logo ছেঁড়াদ্বীপ সমুদ্রে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক ৬ Logo দাওয়াতে গিয়ে মুক্তিপণের দাবিতে অপহৃত সেই ৫ জন উদ্ধার Logo উখিয়ায় সংবাদকর্মী আমিনের মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা রহস্য উন্মোচনের দাবি Logo অবশেষে মুক্তিপণে মুক্তি পেলো অপহৃত ৩ কৃষক Logo সমুদ্র সৈকতে ভেসে যাওয়া ক্রিকেটার মুশফিকের ভাতিজার মরদেহ উদ্ধার

উখিয়ার সাংবাদিক আমিন হত্যা: ১০ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা

অনলাইন ডেস্ক
আপডেট বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৪ অপরাহ্ন

উখিয়ার সংবাদকর্মী মোহাম্মদ আমিন উল্লাহ (৩০) হত্যাকাণ্ডের ঘটনায় কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ফৌজদারি দরখাস্ত দায়ের করেছেন ভিকটিমের চাচা এনাম মিয়া।

আদালতে দাখিলকৃত অভিযোগে বাদী উল্লেখ করেন, নিহত আমিন উল্লাহ স্থানীয়ভাবে একটি এনজিওতে চাকরি করার পাশাপাশি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার উখিয়া প্রতিনিধি ছিলেন। পেশাগত দায়িত্বে তিনি নিয়মিত মাদক ও অপরাধবিষয়ক সংবাদ প্রকাশ ও ফেসবুকে শেয়ার করতেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় মাদককারবারীরা দীর্ঘদিন ধরে তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল।

বাদীর অভিযোগ, গত ২ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন আমিন উল্লাহ। পরদিন ভোরে পরিবারের সাথে মোবাইল ফোনে কথা বলে তিনি জানান, চট্টগ্রামে অবস্থান করছেন এবং টাকার প্রয়োজন। ওই সময় স্ত্রী নুর বেগম বিকাশের মাধ্যমে তাকে দুই হাজার টাকা পাঠান। এর পর থেকে তার খোঁজ মেলেনি।

বাদী আরও উল্লেখ করেন, ৩ সেপ্টেম্বর দিবাগত রাত অনুমান ১টা থেকে সকাল ৮টার মধ্যে কক্সবাজার শহরের মোটেল শৈবাল সংলগ্ন স্টেডিয়ামের পেছনের ঝাউবাগানে নিয়ে গিয়ে আসামিরা পরিকল্পিতভাবে তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তার গলায় দড়ি বেঁধে ঝাউগাছে ঝুলিয়ে দেওয়া হয়।

পরদিন সকালে ঘটনাস্থল থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। লাশের সুরতহাল রিপোর্টে গলায় আঘাতের দাগ, চোখের পাতায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতজনিত কালশে দাগের প্রমাণ পাওয়া যায়।

মামলার নামীয় আসামিরা হলেন, উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার মৃত ছৈয়দ প্রকাশ গাঁজা ছৈয়দের ছেলে মোহাম্মদ রানা (৩০), মৃত বদিউর রহমান সিকদারের ছেলে সরওয়ার সিকদার (৩৯), সুলতান ড্রাইভারের ছেলে মো. ইমন (৩০), মৃত কবির আহমদের ছেলে মোহাম্মদ করিম (২৭), মো. সিরাজের ছেলে রফিকুল ইসলাম আইমন (২৮), বাবুল মিয়ার ছেলে আজিজুল হক (২৫), শামসুল আলম প্রঃ ভেট্টাইয়ার ছেলে জয়নাল আবেদীন প্রঃ আব্বুইয়া (৩৩), বালুখালী কাস্টমস এলাকার মো. জোবাইর (৪০), বানু বাপের খিল এলাকার বশির আহমদের ছেলে ফরিদ আলম (৩৮), টেকনাফের হোয়াইক্যং কাটাখালী এলাকার জহর আলীর ছেলে মো. কালু (২৬)। এছাড়াও মামলায় আরও ৫/৬ জন অজ্ঞাতনামা আসামিকে অভিযুক্ত করা হয়েছে।

বাদীর দাবি, আসামিরা চট্টগ্রাম নতুনব্রিজ এলাকা থেকে ভিকটিমকে অনুসরণ করে অপহরণ করে কক্সবাজারে এনে হত্যা করে। তাই ন্যায়বিচারের স্বার্থে আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন।

এদিকে, এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা সাংবাদিক আমিন উল্লাহ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ও বালুখালী এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাস, ইয়াবা কারবার ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ। তাই বালুখালীসহ পুরো এলাকায় সক্রিয় অপরাধী ও ইয়াবা চক্রকে চিহ্নিত করে ধরপাকড় চালালে তবেই শান্তি ও স্বস্তি ফিরবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫