চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে তিন বোনের মধ্যে নিখোঁজ পিংকি মনি (১৫) নামের এক স্কুল ছাত্রীর মরদেহ বিকাল পৌনে ৫টার দিকে উদ্ধার করে ডুবুরীর দল। এর আগে দুইবোনকে স্থানীয় জনতা জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মারা যাওয়া পিংকি চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৯ম শ্রেণীর ছাত্রী বলে জানা যায়। এছাড়া আছমা (১০ম শ্রেণী) ও তাসফিয়া (৬ষ্ঠ শ্রেণী)ও একই স্কুলের ছাত্রী।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তিন বোন চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ড মৌলভীরচর এলাকার আবছার উদ্দিনের মেয়ে আছমা আক্তার (১৬), তার বোন তাসফিয়া (১২) ও খালাতো বোন একই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে পিংকি মনি মাতামুহুরী ব্রীজের পাশে নদীতে গোসল করতে যায়।
এসময় তিনজনই একইসাথে গোসল করতে নেমে তলিয়ে যাওয়ার সময় নদীর অপরপাশ থেকে লোকজন সাঁতরিয়ে দুই বোনকে উদ্ধার করলেও পিংকি পানিতে ডুবে নিখোঁজ হয়। এসময় স্থানীয় লোকজন মাছ ধরার জাল দিয়ে প্রায় দুই ঘন্টা ধরে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে চট্টগ্রাম থেকে ফায়ার ও সিভিল ডিফেন্স এর ডুবুরীর দল চট্টগ্রাম থেকে এসে বিকাল পৌনে ৫টার দিকে একই স্থান থেকে পিংকি আক্তারের লাশ উদ্ধার করে।
এদিকে বিগত ২০১৮ সালে ফুটবল খেলে গোসল করতে নেমে একই এলাকায় চকরিয়া গ্রামার স্কুলের ৫ ছাত্র পানিতে ডুবে মারা যায়। ওই এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করায় সৃষ্ট চোরাবলিতে পড়ে প্রতিনিয়ত মৃত্যুর ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দারা জানায়, স্থানীয় কিছু দুর্বৃত্ত রাতের আধাঁরে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করে। এতে নদীর বিভিন্ন স্থানে গভীর গর্তের সৃষ্ট হয়। এসব গর্তে পড়ে সর্বশেষ পিংকির মৃত্যু হয়েছে। তারা এসব বালু খেকোদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন মাস্টার দিদারুল হক জানান, দুপুরে গোসলে নেমে তিন বোনের মধ্যে ২ জনকে স্থানীয় লোকজন উদ্ধার করলেও পিংকি নিখোঁজ ছিল। পরে সিভিল ডিফেন্স কর্মীদের সহায়তায় ডুবুরী দল চট্টগ্রাম থেকে এসে পিংকির লাশ উদ্ধার করে।
চকরিয়া বদরখালী নৌ-পুলিশের ওসি আবুল কাশেম জানান, কোন অভিযোগ না থাকায় পানিতে ডুবে মারা যাওয়া স্কুল ছাত্রীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |