বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের নিকটবর্তী ‘সীতা’ নামক পয়েন্ট থেকে আরাকান আর্মির সদস্যরা ট্রলার সহ আরও ৫ জেলেকে ধরে নিয়ে যাওয়ার তথ্য দিয়েছে ট্রলার মালিক সমিতি।
গত মঙ্গলবার দুপুরে ট্রলার সহ এই ৫ জনকে ধরে নিয়ে যাওয়া হলেও বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন বলে জানিয়েছেন টেকনাফ কাযুকখালীয়া ঘাটের ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমদ।
সাজেদ আহমদ জানান, টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ার বাসিন্দা আব্দুর রহমানের মালিকানাধীন ট্রলার ও ৫ জেলেসহ সেন্টমাটিনে দক্ষিণে সাগর থেকে নিয়ে গেছে। তাদের ২জন বাংলাদেশি ও ৩জন মিয়ানমার রোহিঙ্গা নাগরিক। গত মঙ্গলবার দুপুর দুইটার দিকে সেন্টমাটিনের দক্ষিণে সীতা নামক এলাকায় থেকে আরাকান আর্মির তাদের ধরে নিয়ে গেলেও গতকাল সকালে বিষয়টির সম্পর্কে তারা নিশ্চিত জানতে পেরেছেন।
ট্রলার মালিকদের দেওয়া তথ্যমতে, গত ৫ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত ২৩ দিনে ১০টি ট্রলার ৬৩জন জেলে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মিরা।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, প্রায় প্রতিদিনই সাগর থেকে ফেরার পথে বাংলাদেশি জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে আরাকান আর্মির সদস্যরা ধরে নিয়ে যাচ্ছেন বলে ধারাবাহিক তথ্য দিচ্ছেন ট্রলার মালিকরা। বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মহলকে জানানো হচ্ছে। একইসঙ্গে আরাকান আর্মির সাথে যোগাযোগ করে ফেরত আনার চেষ্টা চলছে।
এ নিয়ে গত বছরের ডিসেম্বর থেকে বৃহস্পতিবার পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ২৬৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেলেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে এবং ২৭টি নৌযান দেশে ফেরত আনা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |