রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

কী হয়েছে পরীমণির বাসার সবার?

অনলাইন ডেস্ক
আপডেট সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ন

গত ১০ আগস্ট ছিল পরীমণির ছেলের জন্মদিন। এরপর থেকেই ফেসবুকে অভিনেত্রী অসুস্থতার খবর দিচ্ছেন একের পর এক। প্রথমে ছেলে পদ্ম জ্বরে ভুগছিল। এরপর পরীমণি জ্বরে আক্রান্ত হন। এবার তিনি জানালেন তার বাসার সবাই অসুস্থ।

সোমবার (১৮ আগস্ট) পরীমণি তার ফেসবুকে লিখেছেন, ‘বাসার সবার জ্বর!’
এর আগে রোববার (১৭ আগস্ট) সকালে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে হাসপাতালে যান পরী। সঙ্গে নেন তার ছেলেকেও। চিকিৎসক তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।
নিজের ভেরিফাইড ফেসবুকে ছেলের অসুস্থতার কথা আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। ছেলের অসুস্থতার একটি ছবি পোস্ট করে বলেছিলেন, ১০২ ডিগ্রি জ্বরে ভুগছে পদ্ম। ভক্তদের ছেলের অসুস্থতার কথা জানালেও নিজের অসুস্থতা জানাননি তিনি।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, ভালো নেই পরীমণিও। তীব্র শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। স্বাভাবিক প্রক্রিয়ায় শ্বাস নিতে পারছেন না। নেবুলাইজের মাধ্যমে শ্বাস নিচ্ছেন। প্রচণ্ড জ্বরেও ভুগছেন। শরীরে তীব্র ব্যথা।

প্রসঙ্গত, গত মাসেই বিমান দুর্ঘটনার মর্মান্তিক দৃশ্য দেখে প্যানিক অ্যাটাকের শিকার হন পরীমণি। ভর্তি হন হাসপাতালে। সেই ধাক্কা সামলে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার পর আবারও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫