বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০২:৪১ অপরাহ্ন

উখিয়ায় খালে মাছ ধরতে গিয়ে যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু

অনলাইন ডেস্ক
আপডেট মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৯:৫৯ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়ায় খালে মাছ ধরতে গিয়ে মো. হাসেম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত হাসেম উপজেলার জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়ার বাসিন্দা আবদুল আলীর ছেলে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জালিয়াপালং ইউনিয়ন সাংগঠনিক উত্তর শাখা ৩নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি।

স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম জানান, সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে রেজুখালের লম্বরী মোহনা এলাকায় প্রতিদিনের মতো মাছ ধরতে যান হাসেম ও তার চাচা-সম্পর্কিত আবুল হাছিম (৫২)। এ সময় হঠাৎ পানির স্রোতে পড়ে গিয়ে হাসেম নিখোঁজ হন। কিছুক্ষণ পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার মুহূর্তে পাশে থাকা আবুল হাছিম আকস্মিক ঘটনাটি দেখে তাকে বাঁচানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ অরজিন হাসপাতালে নিয়ে গেলে তার জ্ঞান ফিরে আসে।

হঠাৎ এ মৃত্যুর ঘটনায় লম্বরী পাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, হাসেম ছিলেন পরিশ্রমী ও সৎ যুবক, প্রতিদিন মাছ ধরা ছিল তার নেশা ও জীবিকার অংশ।

উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, “এ বিষয়টি আমরা এখনো অবগত না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫