চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ২৫০ কেজি সয়াবিন দানাসহ ১ টি বোট জব্দ করেছে কোস্ট গার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ভোর ৫টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামের কর্ণফুলী নদীর চাইনিজ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে কোস্ট গার্ড অভিযানিক দল থামার সংকেত প্রদান করে। বোটে উপস্থিত সন্দেহভাজনরা সংকেত অমান্য করে বোটটিকে নদীর তীরে রেখে লোকালয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল বোটটি তল্লাশি করে প্রায় ১৮ হাজার টাকা মূল্যের ২৫০ কেজি সয়াবিন দানাসহ চোরাচালান কাজে ব্যবহৃত বোটটি জব্দ করে।
জব্দকৃত সয়াবিন দানা ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |