বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

চকরিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ ভাসুর-ননদের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক
আপডেট সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন

চকরিয়ায় ভাসুর, ননদ ও ভাবীর হামলায় সানজিদা (২১) নামে এক গৃহবধূ নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পৌরসভা ৬নং ওয়ার্ডের ভাঙ্গারমুখ কোনার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সানজিদা এক সন্তানের জননী এবং ওই এলাকার আজিম উদ্দিনের স্ত্রী।

নিহতের স্বামী আজিম উদ্দিন বলেন, শনিবার সকালে দু’বছরের ছেলে সিফাত মিয়া উঠানে মলত্যাগ করে। এনিয়ে সানজিদার সঙ্গে বড় ভাই হেলাল উদ্দিন ও তার স্ত্রী মিনা আক্তারের বাকবিতণ্ডা হয়। আমার ভাই হেলাল উদ্দিন, শাহাব উদ্দিন, আলাউদ্দিন, সালাহ উদ্দিন এবং ভাবি ও বোন জেসমিন মিলে লাঠিসোটা দিয়ে মা-ছেলেকে মারধর করে।
আজিম উদ্দিন বলেন, সকালে কাজে যাওয়ার পর স্ত্রী ফোন করে জানায়, তারা মিলে স্ত্রীকে মারধর এবং ধারালো কিরিচ দিয়ে বসতঘরে আঘাত করছে। এরপর ফোন কেটে যায়। পরে জানতে পারি স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেছে। গিয়ে দেখি সে আর বেঁচে নেই। আমি আমার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িতদের উপযুক্ত শাস্তি দাবী করছি।
নিহতের মা জান্নাতুল ফেরদৌস বলেন, মেয়ে ফোনে কান্নাজড়িত কণ্ঠে জানায়, শ্বশুরবাড়ির লোকজন তাকে মারছে। এরপর আর যোগাযোগ হয়নি। হাসপাতালে গিয়ে মেয়ের মরদেহ দেখতে পাই।

সানজিদার পিতা মাহমুদুল করিম বলেন, ‘তিন বছর আগে মেয়ের বিয়ে হয়। তার দুই বছরের ছেলে সন্তান রয়েছে। শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে মেরে ফেলেছে। আমি মামলা করব।’
ময়নাতদন্ত শেষে সানজিদার মরদেহ পেকুয়ার মেহেরনামা আবাসন এলাকায় দাফন সম্পন্ন হয়েছে। ঘটনার পর শ্বশুরবাড়ির লোকজন গা ঢাকা দিয়েছে, ঘরে তালা মেরে পালিয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে মরদেহ। এজাহার পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫