মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযান চালিয়ে ২ টি একনলা বন্দুক ও ২ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান
গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫ টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী একটি দল ধলঘাট পাড়া সংলগ্ন এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালায়। অভিযান চলাকালে তল্লাশি চালিয়ে ২ টি দেশীয় একনলা বন্দুক ও ২ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় সন্ত্রাসীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।উদ্ধারকৃত অস্ত্র থানায় জমা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |