কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে রোহিঙ্গা ক্যাম্পে চলমান শিক্ষক অসন্তোষ নিরসনে মতবিনিময় সভা।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতা এবং আলাপ আলোচনার মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম, উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী, ছাত্র প্রতিনিধি যিনিয়া শারমিন রিয়াসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভায় রোহিঙ্গা ক্যাম্পে চলমান শিক্ষক অসন্তোষ নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ের উপর আলোচনা করা হয়।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |