চকরিয়া উপজেলার হারবাং ফাঁড়ির পুলিশের একটি টিম সিএনজি অটোরিকশা যোগে পাচারকালে ২০ লিটার চোলাই মদসহ মামুন হোসেন (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে।
শুক্রবার (৮ আগস্ট) ভোরে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হারবাং স্টেশনের অদুরে পুলিশের বসানো অস্থায়ী তল্লাশি চৌকিতে মদসহ ওই যুবককে গ্রেফতার করা হয়। এসময় পাচারকাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মামুন হোসেন উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড শান্তিনগর এলাকার মোঃ আলমগীরের ছেলে। পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি জানিয়েছেন চকরিয়া থানার মিডিয়া শাখা।
থানা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার ভোরে চকরিয়া থানার আওতাধীন হারবাং পুলিশ ফাঁড়ির একটি টিম হারবাং স্টেশনের অদুরে মহাসড়কে অস্থায়ী তল্লাশি চৌকি বসিয়ে বিভিন্ন যানবাহনে মাদক উদ্ধারে বিশেষ অভিযান শুরু করে। ওইসময় একপর্যায়ে একটি সিএনজি অটোরিকশা গাড়িতে করে পাচারকালে পলিথিনের প্যাকেট মোড়ানো অবস্থায় ২০ লিটার মদ উদ্ধার করা হয়।
এসময় মদ পাচারকাজে জড়িত থাকার অভিযোগে অটোরিকশা চালক মামুন হোসেনকে গ্রেফতার ও তাঁর গাড়িটি জব্দ করে পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, চোলাই মদ উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত পাচারকারীর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। তাঁকে একইদিন বিকালে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |