টেকনাফে ইয়াবা ও নগদ টাকাসহ একই পরিবারের ৩ সদস্যকে আটক করেছে বিজিবি ২ সদস্যরা।
আটকরা হলো- উপজেলার সাবরাং ইউপির আচারবিনয়া এলাকার কামালের স্ত্রী মাহমুদা (৪০) ও মেয়ে ইসরাত জাহান (১৫) এবং টেকনাফ সদর ইউপির কচুবনিয়া এলাকার মো. ইসমাইলের ছেলে আবুল কালাম (২৭)।
শুক্রবার (৮ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে ইয়াবাসহ ওই ৩ জনকে আটক করা হয় বলে নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
তিনি বলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের আচার বনিয়া এলাকায় কয়েকজন সন্দেহভাজন স্থানীয় খুচরা বিক্রেতা অবৈধ ইয়াবা ট্যাবলেট বিক্রির সাথে জড়িত এবং ঢাকা থেকে আগত ক্রেতাদের কাছে বিক্রির প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে। ওই সময় জনৈক কামালের বসতবাড়িতে প্রবেশকালে দুই কারবারি পালিয়ে গেলেও কামালের স্ত্রী, মেয়ে ও মেয়ের জামাইকে আটক করতে সক্ষম হয়।
পরে আটককৃতদের তথ্য অনুযায়ী জুতার ভিতরে অভিনব পদ্ধতিতে লুকানো ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট (আংশিক ভাঙ্গা) ও ইয়াবাসহ অন্যান্য মাদক বিপণনের বিস্তর আলামত উদ্ধার করা হয়। এছাড়া নগদ ২,১৫,৪৮০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃতদের বরাতে বিজিবি অধিনায়ক আরও বলেন, ঢাকা থেকে আগত ক্রেতাদের কাছে বিক্রির জন্য ২০ হাজার ইয়াবার একটি চালান হাতে পাওয়ার কথা ছিল।
ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আগত ক্রেতাদের গ্রেফতারে বিস্তারিত তথ্যানুসন্ধান চলছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |