শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

কক্সবাজারে স্বর্ণ দোকান ও ফিলিং স্টেশনে অভিযান

অনলাইন ডেস্ক
আপডেট বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৫:২৮ অপরাহ্ন

গ্রাহকদের সাথে প্রতারণা, ওজনে কারচুপির অভিযোগে ৪ টি ফিলিং স্টেশন এবং ৩ টি স্বর্ণ দোকানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগমের নেতৃত্বে কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। সতর্ক করা হয়েছে দোকানদারদের।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম জানান, ফিলিং স্টেশন ও স্বর্ণ দোকানে ওজনে কারচুপির অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে ৪ টি স্বর্ণ দোকানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

জুয়েলারি দোকান মালিক সমিতির লোকজন এক সপ্তাহ সময় চেয়েছেন তাদের দোকানের ওজন পরিমাপক যন্ত্র ঠিক করার জন্য। তাদেরকে সতর্ক করা হয়েছে, যেন ভবিষ্যতে এমন ত্রুটিপূর্ণ ওজন পরিমাপক যন্ত্র দিয়ে স্বর্ণ পরিমাপ করা না হয় অন্যথায় পুনরায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। সেই সাথে অন্যান্য স্বর্ণ দোকান মালিকদেরকেও সতর্ক করা হয়েছে, তারাও যেন সঠিক ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করে স্বর্ণ পরিমাপ করেন।

এদিকে বুধবার শহরের কয়েকটি এলাকায় মেয়াদ উত্তীর্ণ, অবৈধ ঔষধ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯টি ঔষধের দোকানকে ১ লক্ষ দশ হাজার টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫