পিস্তলের গুলিসহ মো. আমিন (১৮) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৬৪ বিজিবি সদস্যরা।
আটক যুবক বালুখালী ক্যাম্পের আমির হাকিমের ছেলে।
রবিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় গুলিসহ ওই রোহিঙ্গা যুবককে আটক করা হয়।
উখিয়ার ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, আজ রবিবার সকালে ৬৪ বিজিবি এর অধিনস্থ হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিআরএম-১৮ হতে আনুঃ ১.৫ কিঃমিঃ দক্ষিণ পূর্ব দিকে এবং বিওপি হতে আনুমানিক ৩ কিঃমিঃ পূর্ব দক্ষিণ দিকে (জিআর নং-২৯২৩৬৫ মানচিত্র ৮৪/৪ সি) ওবিএম পোস্ট এর সামনে দিয়ে নৌকাযোগে একজন ব্যক্তিকে আসতে দেখে পোস্টে কর্তব্যরত বিজিবি সদস্য ওই ব্যক্তির সন্ধেহজনক আচরনের জন্য জিজ্ঞাসাবাদ ও তল্লাশীর জন্য থামানো হয়। তল্লাশীর একপর্যায়ে তার কাছে থাকা কালো ব্যাগের ভিতর হতে ৯ মি. মি. পিস্তলের ০৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আটককৃত আসামী ও উদ্ধারকৃত পিস্তলের গুলিসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |