বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন

শ্রদ্ধা ও ভালবাসায় প্রবীণ সাংবাদিক ছৈয়দ হোছাইনকে স্মরণ

অনলাইন ডেস্ক
আপডেট রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১:০৬ অপরাহ্ন

ছৈয়দ হোছাইন ছিলেন বহু গুণে গুণান্বিত একজন মানুষ। ২০২৩ সালের ২ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। গতকাল শনিবার ছিল তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এই দিনে মিলাদ, খতমে কোরআন ও স্মরণ সভার মাধ্যমে তাকে শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করলো তার প্রিয় সারথীরা।

প্রবীণ সাংবাদিক ছৈয়দ হোছাইনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার হাতে গড়া প্রতিষ্ঠান দৈনিক আজকের কক্সবাজার বার্তা পরিবার নানা কর্মসূচি পালন করে। গতকাল শনিবার বিকালে শহরের সমবায় মার্কেট মসজিদে অনুষ্ঠিত হয় খতমে কোরআন ও দোয়া মাহফিল। পরে কক্সবাজার বার্তা অফিসে পত্রিকার প্রধান সম্পাদক এম. ওসমাণ গণির সভাপতিত্বে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বার্তা প্রধান এম.এ আজিজ রাসেল এর সঞ্চালনায় সভায় মরহুমের আদর্শ জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন নির্বাহী সম্পাদক আজিম নিহাদ, মফস্বল সম্পাদক ইমরান হোসাইন, সিনিয়র স্টাফ রিপোর্টার নুরুল হোছাইন, মোহাম্মদ ফরিদ, নিজস্ব প্রতিবেদক ফয়সাল রিয়াদ, স্টাফ রিপোর্টার আবদুর রশিদ মানিক, সরওয়ার সাকিব, সাজন বড়ুয়া সাজু, এন.এ সাগর, রোদসী হৃদি, নাবিলা নায়াজ, ম্যানেজার জালাল উদ্দিন ও চীফ কম্পিউটার অপারেটর মোহাম্মদ হাশেম।
সভায় বক্তারা বলেন, ছৈয়দ হোছাইন কেবল একজন সাংবাদিকই ছিলেন না, বরং একজন শিক্ষানুরাগী ও ধর্মপ্রাণ সমাজসেবকও ছিলেন। তিনি বহু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। সমাজে শান্তি, মানবতা ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি আমৃত্যু কাজ করে গেছেন। তিনি পৃথিবীতে না থাকলেও তার সৎকর্ম এখনো মানুষের হৃদয়ের গহীনে গেথে আছেন। ভালবাসার শ্রদ্ধার পাত্র হয়ে তিনি আছেন নিরবে…নিভৃতে। তাঁর শূন্যতা আজও সাংবাদিক ও সমাজসেবী মহলে গভীরভাবে অনুভূত হয়। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে বিশ্বাস করি।”
গতকাল শনিবার (২ আগষ্ট) মরহুম ছৈয়দ হোছাইনের নিজ হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান লেঙ্গুরবিল মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসায় মিলাদ মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়। সভায় মরহুমের আলোকিত জীবন নিয়ে আলোকপাত করেন টেকনাফ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার ইউপি সদস্য শাহ আলম সিকদার, সাবেক ইউপি সদস্য মো. আলম, টেকনাফ কলেজ ছাত্রদলের আহ্বায়ক আতাউল মরহুম ছৈয়দ হোছাইনের ছেলে হোছাইনুল মোস্তাফা (রায়হান)সহ টেকনাফের কর্মরত সাংবাদিক এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

এদিকে টেকনাফ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাত ছৈয়দ হোছাইনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে টকনাফ প্রেস ক্লাবে দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন প্রেস ক্লাবের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী বাবুল, গিয়াস উদ্দিন ভুলুসহ কর্মরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫