কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্ট অভিযান চালিয়ে একটি ট্রাকের হেডলাইট কভারের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবির সদস্যরা। এ সময় দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।
৩১ জুলাই (বৃহস্পতিবার) দুপুর দেড়টার দিকে একটি বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়।
আটকৃতরা হলো, ট্রাকটির চালক ভূজপুর থানার পাগলিছড়ি এলাকার মৃত নুর আহমদের ছেলে মো. আব্দুল কাশেম (৫৭) ও তারই সহকারী পটিয়ার কচুয়াই গ্রামের ছাবের আহমেদের ছেলে মো. নুরুল হক (৫৮)।
টেকনাফ হতে পটিয়াগামী গাড়িটি সন্দেহ হলে চেক পোস্টে থামানো হয়। পরে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে হেডলাইটের কভারের ভেতর থেকে ইয়াবার এই চালান উদ্ধার করা হয়।
রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বিজিবি সদস্যরা শুধু সীমান্ত সুরক্ষায় নয়, মাদক ও চোরাচালান দমনেও সর্বদা সক্রিয়ভাবে কাজ করছে। আজকের এই সাফল্য তারই অংশ।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও নিশ্চিত করেছে বিজিবির এই কর্মকর্তা।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |