দৈনিক বাংলা ভূমি পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন-এর সিনিয়র রিপোর্টার, খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন আর আমাদের মাঝে নেই। অগণিত পাঠক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের হৃদয়ে গভীর শোকের ছায়া রেখে তিনি আজ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য সহকর্মী রেখে গেছেন।
সাইদুর রহমান রিমন ছিলেন আপোষহীন, নির্ভীক এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার এক সংবাদসৈনিক। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি কখনোই ক্ষমতার কাছে মাথা নত করেননি। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ছিলেন নির্ভীক ও অবিচল। তাঁর অনুসন্ধানী প্রতিবেদনগুলো সাংবাদিকতার জগতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ এক দক্ষ, সৎ ও প্রতিশ্রুতিশীল কলমযোদ্ধাকে হারাল।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |