উখিয়ায় টমটমের সীটের নীচ থেকে পিস্তল উদ্ধার করেছে ৬৪ বিজিবি সদস্যরা। এসময় টমটম চালক নুরুল আবছার (৩১) কে আটক করা হয়।
সে উখিয়ার বালুখালী এলাকার সৈয়দ নূরের ছেলে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে থাইংখালী থেকে অস্ত্রসহ ওই টমটম চালককে আটক করা হয়।
উখিয়ার ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, আজ মঙ্গলবার রাতে পালংখালী বিওপি’র বিশেষ টহল দল থাইংখালী বাজার থেকে একটি ব্যাটারীচালিত টমটম তল্লাশীর জন্য থামানো হয়। একপর্যায়ে ইজিবাইকের সীটের নীচে লাল কাপড়ে মোড়ানো একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে ওই টমটম চালককে আটক করা হয়।
উদ্ধারকৃত পিস্তল, ইজিবাইক সহ আটক আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |