বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন

কক্সবাজার সৈকতে স্ত্রীকে মারধরের ভিডিও ভাইরাল, স্বামী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
আপডেট মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৯:১৫ পূর্বাহ্ন

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে স্ত্রীকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর স্বামী আবুল বশরকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকাল ১০টায় কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী। গ্রেপ্তার যুবক কুমিল্লা জেলার সদর উপজেলার দক্ষিণ ইউনিয়নের ভাগালপুর গ্রামের চৌধুরী বাড়ির মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী প্রেরিত এক খুদে বার্তায় জানানো হয়, গেল ২৪ জুলাই বেলা ১১টায় সুগন্ধা পয়েন্টের ঝাউবাগানে একজন পুরুষ এক নারীকে মারধর করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যেমে ভাইরাল হয়, যা বাংলাদেশ পুলিশের দৃষ্টিগোচর হয়। এরপর কক্সবাজার সদর মডেল থানার পুলিশ অভিযুক্ত শনাক্ত করে একই এলাকা হতে সোমবার গ্রেপ্তার করেছে। একই সাথে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে।

প্রেরিত বার্তাতে আরো উল্লেখ রয়েছে, অভিযুক্ত ও ভিকটিম পরস্পর স্বামী-স্ত্রী। অভিযুক্ত বশর প্রায়ই যৌতুক দাবি করে ভিকটিমকে মারধর করত। তেমনি ঘটনার দিন গত ২৪ জুলাই সকালে যৌতুক আদায় করার জন্য মারধর করে। এ ব্যাপারে নিয়মিত মামলা লিপিবদ্ধ করার প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫