জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে টেকনাফের শামসুল আলম (৩৫) কে আটক করেছে ৬৪ বিজিবি সদস্যরা। আটক কারবারি উপজেলার হোয়াইক্যং ইউপির মো. ভুলু মিয়ার ছেলে।
আজ সোমবার (২৮ জুলাই) রাত পৌনে ৯টার দিকে ৫০ হাজার ইয়াবাসহ ওই কারবারিকে আটক করা হয়।
৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, সোমবার রাতে পালংখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা আঞ্জুমান পাড়ায় দুইজন জেলে সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখলে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। ওই সময় একজন পালিয়ে গেলেও শামসুল আলমকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটক ব্যক্তির ঘাড়ে ঝোলানো কালো রঙ্গের একটি ব্যাগের মধ্য থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত আসামী ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট নিয়মিত মামলার মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |