শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন

কুতুব‌দিয়ায় ভাঙা বাঁধ দি‌য়ে ফের লোনা পা‌নি প্রবেশ, ভে‌ঙে গেল সড়ক

অনলাইন ডেস্ক
আপডেট শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

জোয়ারের অতিরিক্ত পানি বৃ‌দ্ধি ও দমকা বাতা‌সের ফ‌লে কুতুব‌দিয়ার আলী আকবর ডেই‌লে লোকাল‌য়ে সাগ‌রের পা‌নি ঢু‌কে‌ছে। থে‌মে থে‌মে বৃ‌ষ্টি, আস্বাভা‌বিক জোয়ার বে‌ড়ে শুক্রবার দুপু‌রের পর পা‌নি ঢো‌কে ব‌লে স্থানীয়রা জা‌নিয়ে‌ছেন।
বায়ু‌বিদ‌্যুৎ এলাকার ভাঙা বাঁধ দি‌য়ে সাগ‌রের পা‌নি ঢু‌কে স্রো‌তে ভে‌ঙে গে‌ছে শা‌ন্তিবাজার-তাবা‌লের চর সড়‌ক।
আলী আকবর ডেইল ইউ‌পির প‌্যা‌নেল চেয়ারম‌্যান আকতার কামাল সিকদার জানান, হঠাৎ জোয়া‌রের পা‌নি বে‌ড়ে যায়। একই সা‌থে সাগ‌রে সতর্ক সং‌কেত, আক‌ষ্মিক বাতাস বৃ‌দ্ধি পে‌য়ে ঢেউ‌য়ে বায়ু বিদ‌্যুৎ, তে‌লি পাড়া, কা‌জির পাড়া, স‌ন্দী‌পি পাড়ায় ভাঙা বে‌ড়িবাঁধ দি‌য়ে সহ‌জেই সাগ‌রের পা‌নি বে‌ড়িবাঁ‌ধের পা‌শে থাকা বা‌ড়ি-ঘ‌রে ঢু‌কে প‌ড়ে। দীর্ঘ‌দিন যাবৎ খোলা বাঁধ সংস্কা‌রে জরু‌রি কাজ বন্ধ থাকায়‌ ভোগা‌ন্তি বাড়‌ছেই সং‌শ্লিষ্ট গ্রামগু‌লো‌তে।
উপ‌জেলা নির্বা‌হি অ‌ফিসার ক‌্যথোয়াইপ্রু মারমা ব‌লেন, অ‌তি‌রিক্ত জোয়া‌রের পা‌নি বৃ‌দ্ধি ও বাতা‌সের প্রচন্ড ধাক্কায় ভাঙা বাঁধ দি‌য়ে ও সড়ক টপ‌কে‌ কিছ‌ু পা‌নি ভিত‌রে প্রবেশ ক‌রে‌ছে। প্রতি‌নিধি পা‌ঠি‌য়ে সং‌শ্লিষ্ট এলাকার প‌রি‌স্থি‌তির রি‌পোর্ট‌ উর্ধতন কর্তৃপক্ষের কাছে পা‌ঠি‌য়ে‌ছেন ব‌লেও জানান‌ তি‌নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫