বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিভিন্ন সময়ে মাইন বিস্ফোরণে আহত চার বাংলাদেশিকে আর্থিক সহায়তা প্রদান করেছে ৩৪ বিজিবি।
শুক্রবার (১৮ জুলাই) সকালে এ সহায়তা প্রদান করা হয় বলে নিশ্চিত করেন ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
তিনি জানান, সীমান্ত এলাকায় বাংলাদেশিরা জীবিকা নির্বাহের তাগিদে বিভিন্ন সময়ে শূন্য লাইন এলাকায় জমিতে চাষাবাদ, গরু চরানো, বাঁশ ও লাকড়ি সংগ্রহের জন্য গমন করলে মিয়ানমার কর্তৃক পুঁতে রাখা মাইন বিস্ফোরণের আঘাতে আহত হচ্ছে। এমতাবস্থায় আহত চার বাংলাদেশিকে ব্যাটালিয়নের পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সহায়তা পাওয়া বাংলাদেশিরা হলো- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বালুখালী ইউপির তুমব্রু ফকিরা ঘোনার হাবিবুর রহমানের ছেলে মো. সোনা মিয়া (১৮), তুমব্রু হাসপাতাল পাড়ার মৃত আবুল হোসেন এর ছেলে
মো. আবু তাহের (২৮), উখিয়ার তুলাতলী এলাকার মো. এস আলমের ছেলে
মো. করিম হোসেন (২০) এবং একই এলাকার সিরাজ মিয়ার ছেলে মো. মনছুর আলম (৩০)।
তিনি আরও জানান, বিজিবি কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে মাইন বিস্ফোরণে/বিভিন্ন দুর্ঘটনায় আহত ও গরিব দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদানের কার্যক্রম অব্যাহত থাকবে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |