টেকনাফের হ্নীলা রঙ্গীখালী গহীন পাহাড়ে ডাকাত দলের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে ৬৪ বিজিবি সদস্যরা।
৬৪ বিজিবি এর অধিনায়ক, লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে স্বশস্ত্র ডাকাত দলের আস্তানার উপস্থিতি নিশ্চিত করে আজ মঙ্গলবার (১৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে হ্নীলা বিওপি’র বিশেষ টহল দল রঙ্গীখালীর গহীন পাহাড়ের ভিতরে চিরুনি অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল তাদের আস্তানা থেকে গহীন বনে পালিয়ে যায়। পরে ডাকাত দলের আস্তানা ঘেরাও করে তল্লাশী অভিযান চালায় বিজিবি। একপর্যায়ে ডাকাত দলের লুকিয়ে রাখা একটি বিদেশী রিভলবার, বিদেশী রিভলবারের গুলি ২১ রাউন্ড,
১টি একনলা গাদা বন্দুক,
বন্দুকের ছড়া গুলি ৩ রাউন্ড ও ৫টি খালী খোসা, ১টি এলজি গান, ১টি ওয়ান শুটার, রাইফেলের গুলি ১৪ রাউন্ড, ২টি ক্রিচ (লং বডি), ১টি রামদা (লং বডি)।
উদ্ধারকৃত মালিকবিহীন অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা করার নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |